Sunday , June 20 2021

অবসর নিয়ে যেখানে চলে যাবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাবঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা. ছবি: আনন্দবাজার

রাজনীতিতে দীর্ঘ দিনের পন চলা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার. এবার তিনি অবসরে যেতে চান. বিভিন্ন সময়ে দেওয়া তার বক্তব্যে এমন আভাস মেলে.

অবসর নেওয়ার পর কোথায় থাকবেন সেটাও জানালেন শেখ হাসিনা. তিনি জানান, রাজনীতি থেকে অবস্র গ্রহণের পরে নিজ গ্রামে বাস করবেন.

বঙ্গবন্ধু কন্যা বলেন, 'যান্ আমি রাজনীতি থেকে অবসর নেব, আমি আমার গ্রামে ইলে যাবো এবং এটাই আমার সিদ্ধান্ত.'

মঙ্গলবার সকালে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে প্রধানমন্ত্রী তার ভাষণে একথা বলেন.

আরো পড়ুন: সৌদিতে সেই শতাধিক প্রবাসী এখন রাস্তায়

আনসার সদস্যদের সাংস্কৃতিক অনুষ্ঠানে নৌকায় প্লুত হয়ে পড়েন. তিনি বলেন, 'নৌকায় এই দৃশ্য দেখে তার কিশোর বেলার স্ম তি স্মরণে আসছে.'

ছোটবেলার স্মৃতি স্মরণ করে তিনি বলেন, 'আমার পিতামহের একটি বিরাট পানসি নিকা ছিল, এটিতে দুইটি কক্ষ ও জানালা ছিল. আমি যখন এটিতে উঠতাম, জানালার কাছে বসে আমার হাত দিয়ে পানি স্পর্শ করতাম.

প্রধানমন্ত্রী আরো বলেন, 'নৌকায় অন্যরাও থাকতো বিশেষ করে আমার ভাই (শেখ) কামাল, সে নিকার ছাদ থেকে লাপ দিত এবং নৃত্য করতো. যখন আমি নৌকা দেখি, আমার কিশোরী বেলার স্মৃতি স্মরণে আসে.

বাসস

ইত্তেফাক / জেডাইচ


Source link