Monday , July 26 2021

ক্যাটরিনার মনে নতুন পুরুষবলিউডে এখন বাজছে বিয়ের সানাই। আনুষ্কা-সোনমের পর সাত পাকে বাঁধা পড়তে চলছেন দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া। খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন আলিয়াও। বাকি থাকে এখন একজন, তিনি হলেন ক্যাটরিনা কাইফ।

সময় ক্যাটরিনা কাইফ ও সালমান খানের জুটির ভক্ত ছিলেন অনেকে। ভক্তরা এখনও এই জুটিকে পর্দার বাইরে একসঙ্গে দেখতে চান। তবে ক্যাটরিনা কি তা চান?

‘কফি উইথ করণ-এর সিজন সিক্সে এ প্রসঙ্গ তোলেন করণ জোহর। করণের কাউচে ক্যাটরিনার সতীর্থ ছিলেন বরুণ ধাওয়ান। কিন্তু সালমান প্রসঙ্গে পরিষ্কার করে কিছুই জবাব দেননি ক্যাট। বরং নতুন অভিনেতাদের মধ্যে একজনকে মনে ধরেছে তার।

katrina

নতুন অভিনেতাদের মধ্যে কাকে পছন্দ? -এমন প্রশ্নে ক্যাট উত্তর- ভিকি কৌশল। ভিকি কৌশলের সঙ্গে কাজও করতে চান তিনি। ক্যাট বলেন, ‘ভিকি আর আমাকে একসঙ্গে দেখতে ভালো লাগতে পারে।’

বিষয়টি নিয়ে যথারীতি ক্যাটরিনার সঙ্গে মশকরা করেন করণ ও বরুণ। ভিকি কৌশল সম্প্রতি ‘রাজি’, ‘সঞ্জু’, ‘মনমরজিয়া’ ছবিতে অভিনয় করেছেন।

আরএস / পিআর

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও –
[email protected]


Source link