Thursday , June 24 2021

নাম্বার ওয়ান প্রেমিক কাজী শুভএবার সংগীতশিল্পী-সুরকার কাজী শুভ হাজির হলেন নাম বার ওয়ান প্রেমিক রূপে. হ্যাঁ, তবে সেটাও গানে গানে. ভালোবাসা দিবস প্রেমিক '
প্রকাশ হয়েছে ম্যাক্স ব্যাগ এন্টারটেইমেন্টের ইউটিউব চ্যানেলে. কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় গানটির সুর-সংগীতায়োজন করেছেন আকাশ সেন. এর ভিডিওতে মডেল হয়েশেন আসিফ ইমরোজ ও শিমু. ভিডিওচিত্র নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ. কাজী শুভ বলেন, ভালোবাসা দিবসে আমার অনেক কাজের মধ্যে এটি অন্যতম. আশা করছি গানটি শ্রোতান মনে বাড়তি আনন্দ যোগ করবে.

এই বিভাগের সর্বাধিক পঠিত


Source link