Thursday , July 29 2021

‘বাহুবলী’র রেকর্ড ভাঙল‘ সরকার ’বাহুবলীবাহুবলীর রেকর্ড ভাঙল- তামিল নায়ক প্রভাস অভিনীত সারা জাগানো সিনেমা ‘বাহুবলী র রেকর্ড ভেঙেছে আরেক তামিল নায়ক বিজয়ের নতুন সিনেমা‘ সরকার ’। প্রথম দুই দিনে বিশ্বব্যাপী ৮০ কোটি রুপি আয় করেছে এই সিনেমা। তামিলনাড়ুতে প্রথম দিন ৩০ কোটি রুপি আয় করে বিজয় ভেঙে দিয়েছে প্রভাসের ‘বাহুবলী’র রেকর্ড।

বলিউডলাইফ ডটকমের এক প্রতিবেদনে বলা হয়, গত ৬ নভেম্বর দীপাবলী উৎসবের মধ্যে ‘সরকার’ প্রায় তিন হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ভারতের চেন্নাইয়ে প্রথম দিনে সবচেয়ে বড় ব্যবসা সফল সিনেমা হিসেবে রজনিকান্তের ‘কালা’ সিনেমার রেকর্ডও ভেঙে দিয়েছে ‘সরকার’।

ছবিটির পরিচালকের দাবি, হিন্দিতে সরকার নামে একটি সিনেমা নতুন নতুন এই সরকারে বিজয় যে ‘নেতা র অভিনয় করেছেন করেছেন সঙ্গে সঙ্গে কোনো জীবিত বা মৃত ভারতীয় রাজনীতিবিদের মিল নেই।

আর মুরুগাদস পরিচালিত তামিল ভাষার এই ছবিতে নায়ক বিজয়ের পাশাপাশি অন্যদের মধ্যে অভিনয় করেছেন কীর্থি সুরেশ ও বারালক্ষ্মী সারথকুমার মতো অভিনয় শিল্পীরা।


Source link